শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের | স্কুল নিউজ

শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। দ্বিতীয় ধাপে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। দ্বিতীয় ধাপে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

প্রকাশিত তালিকায় দেখা গেছে, শুরুর দিনে বাংলা বিষয়ের ৩০১০৩৭৫০৯- থেকে ৩০১০৪১৯৪৩ রোল নম্বরধারী প্রার্থীদের মধ্যে উত্তীর্ণদের পরীক্ষা দিয়ে শুরু। প্রথম ব্যাচের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় ব্যাচের পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হবে। এ ছাড়াও ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে ৩০১০৩৭৫০৯ থেকে ৩০২০২৭১৩৫ রোল নম্বরধারীদের মধ্যে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোল নম্বর অনুযায়ী তালিকা দেখতে ক্লিক করুন

শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটক বিডি লি. এর মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে উল্লিখিত কাগজপত্রের মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএসে উল্লিখিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র সঙ্গে নিতে হবে সেগুলো হলো- শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts/Marks Sheets)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ। লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি.- এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।
এ ছাড়াও, ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো তারিখ অনুযায়ী এরসঙ্গে প্রকাশ করা হলো। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন । গড় পাসের হার ছিলো ২৪ শতাংশ। 

এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। তাতে গড় পাসের হার ছিলো ৩৫ দশমিক ৮০ শতাংশ। স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। 

এই নিবন্ধনের লিখিত পরীক্ষা গত ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। ১২ জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৩ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিআরসিএ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারিতে ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেতো। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত। ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।