শিক্ষক নির্যাতনের প্রতিবাদে রাজপথে নামছেন প্রতিষ্ঠান প্রধানরা | সমিতি সংবাদ নিউজ

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে রাজপথে নামছেন প্রতিষ্ঠান প্রধানরা

ঘুষি মেরে একজন প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি দাবি করেছেন সারাদেশের শিক্ষকরা। একইসাথে শিক্ষকের সাথে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। এ ঘটানার প্রতিবাদের আজ ম

ঘুষি মেরে একজন প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি দাবি করেছেন সারাদেশের শিক্ষকরা। একইসাথে শিক্ষকের সঙ্গে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। এ ঘটনার প্রতিবাদের আজ মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠান প্রধানদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য স্থানেও একই সময়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে। 

সোমবার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় নেতারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুলের মুখে ঘুষি দেন কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন। এতে তার তিনটি দাঁত ভেঙে যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাসও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল দৈনিক শিক্ষাডটকমকে জানান, একজন শিক্ষককে শারীরিক নির্যাতন কোনভাবে কাম্য নয়। হীনমন্য ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ হীনমন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে অপরাধীকে অতিদ্রুত  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন : ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভাঙলেন স্কুল কমিটির সভাপতি!

তারা আরও বলেন, নন্দীগ্রামের এ ঘটনাসহ সারা দেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদের মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এ মানববন্ধনের আয়োজন করছে। 

স্বাধীনতা শিক্ষক পরিষদও বিবৃতি দিয়েছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।