শিক্ষক নিয়োগের শূন্যপদের তথ্য সংশোধন ১৪ মার্চের মধ্যে

শিক্ষক নিয়োগের শূন্যপদের তথ্য সংশোধন ১৪ মার্চের মধ্যে

শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে শূন্যপদের তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী ১৪ মার্চের মধ্যে ইতোমধ্যে এনটিআরসিএতে পাঠানো শূন্যপদের তথ্য সংশোধন করার নির্দেশনা দেয়া হয়েছে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের। বুধবার (৩ মার্চ) এ নির্দেশনা জারি কর

শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে শূন্যপদের তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী ১৪ মার্চের মধ্যে ইতোমধ্যে এনটিআরসিএতে পাঠানো শূন্যপদের তথ্য সংশোধন করার নির্দেশনা দেয়া হয়েছে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের। বুধবার (৩ মার্চ) এ নির্দেশনা জারি করেছে এনটিআরসিএ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তা কয়েকদফা সংশোধন করা হয়েছিল। তবে, সম্প্রতি ১ হাজারা ২৮৪ জন শিক্ষককে নিয়োগ সুপারিশ করার পর অর্ধশত শূন্যপদের তথ্যে ভুল পাওয়া গেছে। এ পরিস্থিতিতে শূন্যপদের তথ্য আবারও সংশোধনের সুযোগ দিলো এনটিআরসিএ।

জানা গেছে, এ মুহুর্তে ৫৬ হাজার ১৯৩টি শূন্যপদের তথ্য এনটিআরসিএর হাতে আছে। সেগুলোই সংশোধন করতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। তথ্য সংশোধনের ক্ষেত্রে কিছু বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে আছে, শূন্যপদটি প্যাটার্নভুক্ত কিনা, পদটি সঠিক কিনা, পদটি এমপিও ও ননএমপিও কিনা, পদটি মহিলা কোটাভুক্ত কিনা। এছাড়া নতুন করে শূন্যপদের তথ্য দেয়া যাবে না বলেও জেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।

এনটিআরসিএ থেকে পাঠানো নির্দেশনায় জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) লগইন করে চাহিদাপত্রে প্রয়োজনীয় সংশোধন করবেন। সংশোধিত হালনাগাদ তথ্যের সফট কপি এনটিআরসিএ কার্যালয়ে পাঠাবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য সংশোথন করা হবে শুধু সেগুলোর তথ্য হার্ডকপি ও সফট কপিতে পাঠাতে হবে। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের কাজ করে এনটিআরসিএ। বাছাই করা প্রার্থীদের আর কোনও পরীক্ষা দিতে হয় না। ইতোমধ্যে দুইটি চক্রে ২০১৬ খ্রিষ্টাব্দে ও ২০১৯ খ্রিষ্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে প্রার্থী সুপারিশ করেছে এনটিআরসিএ। 

শিক্ষক নিয়োগের শূন্যপদের তথ্য সংশোধন ১৪ মার্চের মধ্যে

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।