শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগের দাবিতে ১৬তম প্রার্থীদের মানববন্ধন | শিক্ষক নিবন্ধন নিউজ

শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগের দাবিতে ১৬তম প্রার্থীদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা। ৫৬ হাজার শিক্ষক পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু হওয়ার পর এ দাবি তুলেছেন তারা। যদিও এখনো তাদের ভাইভা পরীক্ষা চলছে। এখনো ফল প্রকাশ হয়নি। ১৬তম নিবন্ধনের প্রার্থীদের দাবি, কি

বেসরকারি শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা। ৫৬ হাজার শিক্ষক পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু হওয়ার পর এ দাবি তুলেছেন তারা। যদিও এখনো তাদের ভাইভা পরীক্ষা চলছে। এখনো ফল প্রকাশ হয়নি। ১৬তম নিবন্ধনের প্রার্থীদের দাবি, কিছুটা দেরি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তারা আবেদনের সুযোগ পাবেন।

শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগের দাবিতে ১৬তম প্রার্থীদের মানববন্ধন

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রার্থীরা এসব দাবি জানান। মানববন্ধনে ২০ থেকে ২৫ জন প্রার্থীকে অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে অংশ নেয়া প্রার্থীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, এখন গনবিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা আর আবেদনের সুযোগ পাবো না। গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে দুই বছরের মত সময় লেগে যায়। এ পরিস্থিতিতে ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেলে আমাদের বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাবে। তাই আমরা গণবিজ্ঞপ্তিতে অংশ নেয়ার দাবি জানাচ্ছি। এমনিতে দুই বছর পরপর নিয়োগ দেয়া হয়। কিছুটা দেরি হলে আমরাও আবেদনের সুযোগ পাবো। 

প্রার্থীরা আরও বলেন, ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সনদ হাতে না পেয়েই আবেদন করতে পেরেছিলেন। গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ১৬তমদের ক্ষেত্রে সনদ ছাড়া শুধু রোল দিয়ে আবেদনের সুযোগ দিলে আমরাও আবেদনের সুযোগ পেতাম। 

শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগের দাবিতে ১৬তম প্রার্থীদের মানববন্ধন

প্রার্থীরা আরও বলেন, লিখিত পরীক্ষার ফল পেতে আমাদের ১ বছর অপেক্ষা করতে হয়েছে। দৈনিক শিক্ষাডটকম সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টি আকর্ষণ না করলে আমারা এখনো ফল পেতাম কিনা জানিনা। ফল প্রকাশের দেরি হওয়ায় অনেকের বয়স ৩৫ পার হয়ে যাচ্ছে। আরও ২ বছর গণবিজ্ঞপ্তি অপেক্ষায় থাকলে তারা আশাহত হয়ে যাবে। তাই, ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে শিক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। 

এদিকে এনটিআরসিএর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। মৌখিক পরীক্ষা শেষ হলে এক মাস লাগবে ফল প্রকাশে। ফল প্রকাশের পর প্রার্থীদের সনদ পাঠাতেও আরও ১৫দিন সময় লাগবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে তোড়জোড় শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মতামত এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন এনটিআরসিএর কর্মকর্তারা। ১৬তম নিবন্ধনের প্রার্থীরা দেরিতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানালেও ১ থেকে ১৫ তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। 

১৬তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের সুযোগের বিষয়ে চেয়ারম্যান আশরাফ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কেউ কেউ দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। ১৬তম প্রার্থীরা কিছুটা দেরিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন। তবে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করবো। মন্ত্রণালয়কে সার্বিকভাবে সবগুলো দিক তুলে ধরে জানানো হবে। মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সেভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।