শিক্ষক নিয়োগে দুর্নীতি : সহকারী প্রধান শিক্ষক কারাগারে - দৈনিকশিক্ষা

শিক্ষক নিয়োগে দুর্নীতি : সহকারী প্রধান শিক্ষক কারাগারে

যশোর প্রতিনিধি |

যশোর মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির মামলায় আত্মসমর্পণ করা সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসাথে অপর আসামি এমদাদুলের জামিন মঞ্জুর করা হয়েছে। 

গতকাল সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। নারায়ণ চন্দ্র বিশ্বাস মণিরামপুরের পাঁচকাটিয়া গ্রামের মৃত হারান চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০২০ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছিলেন অভিভাবক সদস্য বোলপুর গ্রামের আব্দুল ওহাব আলী। মামলায় আসামি করা হয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন ও প্রধান শিক্ষক রেজাউল হক মালিথাকে। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে জালিয়াতি করে পত্রিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

আদালতের তৎকালীন বিচারক অভিযোগটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের আদেশ দিয়েছিলেন। এ মামলার তদন্ত শেষে দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন ছয়জনকে অভিযুক্ত ও একজনের অব্যাহতি চেয়ে গত ৪ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দেন।

অভিযুক্ত আসামিরা হলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক মালিথা, নিয়োগ কমিটির সদস্য সচিব জিলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সদর উপজেলার তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হোসাইন মিঞা, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইসহক আলী, সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস ও সহকারী শিক্ষক ইমদাদুল হক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলনের অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে।

গত ১৮ সেপ্টেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ চার্জশিটের ওপর শুনানি শেষে শহিদুল ইসলামকে অব্যাহতি ও অপর আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বিষয়টি জানার পর তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তী জমিন নিয়েছেন। গতকাল সোমবার আসামি নারায়ণ চন্দ্র ও এমদাদুল হক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে এমদাদুলের জামিন মঞ্জুর ও নারায়ণ চন্দ্রের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0041401386260986