শিক্ষক লাঞ্ছনা : সেই সভাপতির অপসারণ দাবি শিক্ষার্থীদের | স্কুল নিউজ

শিক্ষক লাঞ্ছনা : সেই সভাপতির অপসারণ দাবি শিক্ষার্থীদের

নাটোরের লালপুরে শিক্ষককে লাঞ্ছনায় অভিযুক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষককে লাঞ্ছনায় অভিযুক্ত স্কুলটির সাবেক রাজু আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। সোমবরা সকাল থেকে দুপুর পর্যন্ত বরমহাটি বাজার এলাকায় গোপালপুর

নাটোরের লালপুরে শিক্ষককে লাঞ্ছনায় অভিযুক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষককে লাঞ্ছনায় অভিযুক্ত স্কুলটির সাবেক রাজু আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

সোমবরা সকাল থেকে দুপুর পর্যন্ত বরমহাটি বাজার এলাকায় গোপালপুর-কলসনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। 

শিক্ষক লাঞ্ছনা : সেই সভাপতির অপসারণ দাবি শিক্ষার্থীদের

পরে লালপুর উপজেলা নির্বাহী শামীমা সুলতানা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের দাবি পূরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভাপতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।

জানতে চাইলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা জানান, শিক্ষার্থীদের  লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্র রাজু আহমেদের হাতে সহকারী শিক্ষক ফরহাদ হোসেন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে ওই দিনই বিষয়টির আপোষ মীমাংসা করা হয় বলে জানা গেছে। যদিও শিক্ষার্থীরা তা মেনে নিতে পারেনি।

অভিযুক্ত সভাপতি রাজু আহমেদ অভিযোগ অস্বীকার করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উনি আমার শিক্ষক ছিলেন। কিছু ভুল বোঝাবুঝির কারণে একটু কথা কাটাকাটি হয়েছে। তবে তা সঙ্গে সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে।