শিক্ষক সংগ্রাম কমিটির ধর্মঘট স্থগিত - দৈনিকশিক্ষা

শিক্ষক সংগ্রাম কমিটির ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক |

জাতীয়করণসহ ১১ দফা দাবিতে ডাকা অবিরাম ধর্মঘট স্থগিত করেছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা থাকায় এ সিদ্ধান্ত নেন শিক্ষক নেতৃবৃন্দ। আজ (১৯ মার্চ) সংগ্রাম কমিটির জরুরি সভায় বুধবার (২১ মার্চ) থেকে ধর্মঘট স্থগিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে এতথ্য জানিয়েছেন।

অধ্যক্ষ আসাদুল হক বলেন, দাবি দাওয়া থাকবে। কিন্তু আমরা শিক্ষার্থীদের জিম্মি করতে পারি না। এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবেই আপাতত ধর্মঘট স্থগিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে অল্প খরচে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে বিষয়টি বিবেচনা করে সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে বলে আশাবাদ এ শিক্ষক নেতার।

এদিকে সোমবার (১৯ মার্চ) সকালে তেজগাঁও মহিলা কলেজে কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী জাতীয় পর্যায়ের ১০ টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চার জরুরি সভা হয়। সভায় নেতারা বিস্তারিত আলোচনা করেন। সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকায় এবং আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা থাকায় চলমান শিক্ষক ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভা পরিচালনা করেন, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক। সভায় ২০ মার্চ পূর্বঘোষিত সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়। সরকারের সঙ্গে আলোচনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

দৈনিকশিক্ষা ডটকমে পাঠানো যৌথ এক বিবৃতি দিয়েছেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি আহ্বায়কবৃন্দ মুহাম্মদ আবু বকর সিদ্দীক, প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, মো: আজিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়কবৃন্দ , অধ্যক্ষ মো: ফয়েজ হোসেন, মো: আবুল কাশেম, বিলকিস জামান, মো: মহসীন রেজা, মো: ইয়াদ আলী খান, মো: হাবিবুর রহমান হাবিব, মো: ফখরুদ্দীন জিগার, মো: শহীদ মোল্লা ও জনাব রণজীৎ কুমার সাহা, কাউসার আলী শেখ, মো: বজলুর রহমান, মোস্তফা জামান খান, মো: ইকবাল হোসেন, আনসার আলী প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষা জাতীয়করণের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0061099529266357