শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন | বিবিধ নিউজ

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদ ও শিক্ষার সব স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নেতারা, সাভারে প্রভাষক উৎপল কু

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদ ও শিক্ষার সব স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে নেতারা, সাভারে প্রভাষক উৎপল কুমার হত্যার দ্রুত বিচার দাবি করেন। আর সারাদেশে শিক্ষক হয়রানি বন্ধের দাবি জানান। 

তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 

যদিও গতকাল রোববার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠান শেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগেও যেমন ধর্মশিক্ষা আবশ্যিক ছিলো, এখনও আবশ্যিক আছে। এটি বাদ দেয়ার কোনো সুযোগ নেই। অথচ উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ধর্ম শিক্ষা আগেও আবশ্যিক ছিলো, এখনো আছে। ধর্ম শিক্ষাকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা সরকারের আগেও ছিলো না এখনো নেই। এজন্য কোনো কিছু বলার আগে সঠিক তথ্য জানা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।