শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | বিবিধ নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলা সদরের বাইপাসমোড় চত্ত্বরে অর্ধশতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে আধঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় দিকে উপজেলা সদরের বাইপাসমোড় চত্ত্বরে অর্ধশতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে আধঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি : রাজাপুর প্রতিনিধি

এ সময় মানববন্ধনে উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ইব্রাহীম আলহাদী, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল কাইউম, জেলা শাখার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদের তাওহীদ, মো. আমিনুল ইসলাম, আব্দুল কাদের, ইসাহাক বিন আব্দুল আউয়ালসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানায়। দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে তারা আরও কঠোর অন্দোলনের হুশিয়ারি দেয়।