শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ৫ অক্টোবর | কলেজ নিউজ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ৫ অক্টোবর

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক সমিতি। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক সমিতি। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য আকাশ ছোঁয়া। ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং সামান্য বেতনে শিক্ষক-কর্মচারীরা চরম অর্থকষ্টে দিন যাপন করছেন। 

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ৫ অক্টোবর
সংবাদ সম্মেলনে শিক্ষক দিবসে সমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ শিক্ষক সমিতি

তাই, মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ ঘোষণা সময়ের দাবিতে পরিণত হয়েছে। দাবি আদায়ে ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করবেন বলে ঘোষণা দেন শিক্ষক নেতারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য নেতারা।