শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের | কলেজ নিউজ

শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা সরকানিকরণের দাবি জানিয়েছে দিনাজপুরের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মঙ্গলবার (৬ অক্টোবর) এ দাবি জানিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর শাখা কলেজ শিক্ষক সমিতি ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা সরকানিকরণের দাবি জানিয়েছে দিনাজপুরের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মঙ্গলবার (৬ অক্টোবর) এ দাবি জানিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর শাখা কলেজ শিক্ষক সমিতি ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
শিক্ষাব্যবস্থা সরকানিকরণের দাবি জানিয়েছে দিনাজপুরের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ছবি : দিনাজপুর প্রতিনিধি 

মানববন্ধনে শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষকদের বঞ্চিত রেখে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় যেসব বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। এতে শিক্ষাব্যবস্থার মানও উন্নত হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের কোন বিকল্প নেই।

তারা বলেন, শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আর তা না হলে দেশ পিছিয়ে যেতে বাধ্য। শিক্ষকদের যদি পিছুটান থাকে তাহলে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে না। 

শিক্ষকরা আরও বলেন, জাতির কাঙ্খিত উন্নতির জন্য মেধাবী লোকদেরকে শিক্ষকতা পেশায় আনতে হবে। এজন্য তাদেরকে যোগ্যতার বেতন-ভাতা অবশ্যই দিতে হবে। এর ব্যতিক্রম ঘটলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না। আর তা না হলে উন্নত জাতি গঠন স্বপ্নই থেকে যাবে। তাই দ্রুত শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশে নিজেদের দাবি নিয়ে আলোচনা করেন। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ সুফি নাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল,অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নাজমা শিরিন,অধ্যাপক শওকত আলী ও অধ্যাপক আব্দুল বারীসহ অনেকে।