জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। স্মরণিকার প্রকাশের জন্য আগ্রহীদের কাছে লেখা আহ্বান করা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে '১৫ আগস্টের বেদনাময় স্মৃতি ও শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান' নিয়ে লেখা পাঠাতে হবে।
রোববার (৫ জুলাই) দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিষদের তথ্য, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে siddiqur54@gmail.com ইমেইল ঠিকানায় আগ্রহীদের লেখা পাঠাতে বলা হয়েছে। আর স্মরণিকা প্রকাশের জন্য কেন্দ্রীয় কমিটির সব সদস্যের এক কপি করে ছবি পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৮৬৯ ৩৩০৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলেছেন পরিষদের নেতারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।