শিক্ষার্থীদের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : মেয়র নাছির - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীদের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : মেয়র নাছির

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম মহানগরীর আলহাজ কবির আহম্মদ সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, বিদ্যালয় ভূমিদাতার সন্তান অ্যাডভোকেট জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক জামান। এ সময় শিক্ষক, অভিভাবক, রাজনীতিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বিদ্যালয়ের ভূমিদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে এবং নিরক্ষরতা দূরীকরণে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে যত ধরনের সমস্যা আছে তা দ্রুত সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিগগিরই বিদ্যালয়টি পরিকল্পিতভাবে বহুতল ভবনে রূপান্তরিত করা হবে।

অভিভাবকদের উদ্দেশে সিটি মেয়র বলেন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে হবে। যাতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষা অর্জন করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সরকার বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থার প্রবর্তন করেন।

মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দারিদ্রতাকে জয় করতে হবে। নিজেকে দরিদ্র পরিবারের সন্তান না ভেবে শিক্ষিত হয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নীতি-নৈতিকতা, সৎ, চরিত্রবান ও আদর্শবান মানুষ হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। একজন সন্তান তার পরিবারের জন্য বোঝা নয়, শিক্ষার মাধ্যমে তাকে সম্পদ হিসেবে রূপান্তরিত করতে হবে।

সিটি মেয়র বলেন, আমরা যদি সঠিকভাবে সন্তানের দায়িত্ব নিতে পারি তাহলে সে সন্তান বিপথে যাবে না। নতুন প্রজন্মকে সুন্দর সমাজ ও দেশ উপহার দেয়ার জন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031089782714844