গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। একইসাথে শিক্ষার্থীদের এ দাবি মেনে নেওয়ার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২২ নভেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জটিল পরিস্থিতিতে মানুষের জীবনযাপন যখন খুবই নাজুক অবস্থায় চলছে সে সময়ে জ্বালানীর দাম বৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করার ঘটনা খুবই দুঃখজনক। এর মধ্যে সাধারণ ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া আদায়ের যে দাবি তুলেছে তার ন্যয্যতা ইতিহাসে বিরাজমান। অন্যদিকে হাফ ভাড়া দেওয়াকে ঘিরে একজন ছাত্রীকে হুমকি দেওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একইসাথে যারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করার সাহস দেখাচ্ছে তাদের কঠোর হাতে দমনের দাবি জানাচ্ছি।