শিক্ষার্থীর বাড়ি-বাড়ি পোঁছে দেয়া হল স্কুলফিডিংয়ের বিস্কুট | বিবিধ নিউজ

শিক্ষার্থীর বাড়ি-বাড়ি পোঁছে দেয়া হল স্কুলফিডিংয়ের বিস্কুট

প্রাণঘাতী করোনা ভাইরাসে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলফিডিংয়ের বিস্কুট পৌছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর জলঢাকায় পথকলি শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়

প্রাণঘাতী করোনা ভাইরাসে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলফিডিংয়ের বিস্কুট পৌছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর জলঢাকায় পথকলি শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বিস্কুট তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আরডিআরএস বাংলাদেশ প্রোগ্রামের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার সোহেল রানা,উপজেলা ফিল্ড মনিটরিং অফিসার মনোয়ার হোসেন,প্রধান শিক্ষক লক্ষি রানী রায় প্রমুখ। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ২৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ হাজার ২৫২ জন শিক্ষার্থীর মধ্যে দু'মাসের (আগস্ট হতে সেপ্টেম্বর) জনপ্রতি ৪০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হবে।