শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলিতে প্রতিহিংসা, মিসপোস্টিং ও টাকার খেলা - দৈনিকশিক্ষা

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলিতে প্রতিহিংসা, মিসপোস্টিং ও টাকার খেলা

নিজস্ব প্রতিবেদক |

ঢাকডোল পিটিয়ে কথিত নতুন সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে আবেদন জমা নিলেও সরকারি কলেজের শিক্ষক বদলিতে আগের মতোই টাকার খেলা ও প্রতিহিংসাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। করোনার মধ্যে বন্ধ থাকা সরকারি কলেজের শিক্ষককে কথিত জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলির আবেদনই করেনি তাদেরকে বদলি করা হলেও স্বামী-স্ত্রী এক জায়গায় আসার জন্য দুই বছর আগে থেকে চেষ্টা করলেও তাদের আবেদনে সাড়া মেলেনি। এক কলেজে এক বিষয়ে একজন শিক্ষক থাকা কলেজটিকে শূন্য করা হয়েছে। সরকারি কলেজ শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনী রসায়নও কাজ করেছে। বদলির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও দশদিন ফাইল আটকে রেখে বেদরকারি উপরিচালকের নেতৃত্বে মোটা অংকের টাকা ‘কালেকশন’ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা ১৪৩জন শিক্ষক বদলির আদেশ নিয়ে দৈনিক শিক্ষার ময়নাতদন্তে এসব তথ্য উঠে এসেছে। 

শিক্ষা প্রশাসনের কতিপয় মানসিক ও অর্থনৈতিকভাবে অসৎ কর্মকর্তা এইসব অপকর্মে সঙ্গে যুক্ত। তাদের চাতুর্যে ঢাকডোল পিটিয়ে  বদলিতে সরকারি কলেজের শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন নেয়া ও সফটওয়্যার ব্যবহার ব্যর্থ প্রমাণিত হয়েছে। অভিজ্ঞরা বলছেন, যেই লাউ সেই কদু। সেই মিস পোস্টিং। সেই প্রতিহিংসার বদলি। সেই টাকার খেলা। সেই কতিপয়তন্ত্র।  করোনাকালে বন্ধ কলেজের শিক্ষকদের বদলিতে কি জনস্বার্থ লুকায়িত তা জানতে চায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক কুখ্যত অতিরিক্ত সচিব (শিক্ষা ক্যাডার থেকে) মোল্লা জালালের সনাতন সংস্করণ মন্ত্রণালয়ে অ্যাকটিভ থাকায় সরকারি কলেজ সংক্রান্ত নতুন শিক্ষামন্ত্রীর সব নতুন উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।  এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা ক্যাডারের উপসচিবদের অন্যত্র বদলি এবং  প্রভাষক ও সহকারি অধ্যাপকদের বদলির দায়িত্বও মন্ত্রণালয়ে নিয়ে নেয়ার দাবি উঠেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাকে জানান, নয়জনের বদলির আবেদন ছুঁয়েও দেখেনি অথচ তিনশ গজের মধ্যে এক কলেজ থেকে আরেক কলেজে বদলি করা হয়েছে।

দৈনিক শিক্ষার অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচচ বিদ্যালয় ও কলেজের পদার্থবিদ্যার প্রভাষক উত্তম কুমার বদলির আবেদনই করেনি অথচ এই করোনার বন্ধের মধ্যে তাকে তিনশ গজ দূর সরকারি বঙ্গবন্ধু কলেজে বদলি করা হয়েছে। উত্তম শেখ হাসিনা কলেজে বছরখানেক ছিলেন। 

জামালপুরের এ এইচ জেড সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক নাহিদা সুলতানা সরকারি আশেক মাহমুদ কলেজে বদলির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার জন্য আরো কষ্টকর আরেক কলেজে বদলি করা হয়েছে করোনার মধ্যে।  

শুধাংশু নামের ইতিহাসের একজনকে অধিদপ্তরের একজন কর্মকর্তা কষে গালমন্দ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ থেকে বাংলার দুইজনকেই বদলি করে নিয়েছে অথচ সেখানে নতুন কাউকে দেয়নি। একই কলেজে ইতিহাসের একজন শিক্ষক ৯ বছর ধরে আছেন, তার বিভাগে আরো শিক্ষক আছে কিন্তু তাকে বদলি করেনি। 

২৯ বিসিএস কর্মকর্তা যশোর সরকারি এম এম কলেজের নাহিদ নেওয়াজকে সবাই চেনেন আওয়ামী মাইন্ডেড হিসেবে সেই নাহিদ প্রতিহিংসার শিকার হয়েছেন বদলিতে।  এমন অভিযোগ সবার মুখে মুখে। 
 
শিক্ষা অধিদপ্তরের একজন শিবিরপন্থী উপপরিচালকের কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বদলি। এমন অভিযোগ সবার মুখে মুখে। মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর হওয়ার পর এই উপপরিচালকের পদটির দরকার নেই বলে মনে করছে সবাই। 
ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003248929977417