শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে ঢাবিতে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ - দৈনিকশিক্ষা

শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে ঢাবিতে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ

ঢাবি প্রতিনিধি |

২০২৩-২৪ অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে দপ্তর সম্পাদক অরুপ দাস শ্যামের পরিচালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা খাতে যথাক্রমে মোট জিডিপির ২.০৮ ভাগ এবং ১.৮৩ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিল।  বর্তমান অর্থবছরে সেটা কমে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে যুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। 

‘‘বরাদ্দকৃত এই টাকার একটা বড় অংশই অবকাঠামোগত ব্যয় এবং বেতন ভাতা দিতে যাবে। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ধারক ফ্যাসিবাদী আওয়ামী সরকার একদিকে সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে চলছে, বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে, যা লুটপাটের ক্ষেত্র তৈরি করছে। একই সাথে জনগণের ঋণের বোঝা বাড়িয়ে চলেছে।’’

বক্তারা আরও বলেন,  উচ্চ শিক্ষায় নব্য উদারবাদী নীতি প্রণয়নের দ্বারা শিক্ষার বাণিজ্যিকীকরণকে তরান্বিত করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পুঁজির স্বার্থ রক্ষার্থে বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে আওয়ামী সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন সেবা খাতে ভর্তুকি কমাচ্ছে। শিক্ষা নিয়ে সরকরের যে দর্শন সেটার প্রকাশ ঘটেছে বাজেটে। 

বক্তারা বলেন, ক্রমাগত শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বেসরকারীকরণের মধ্যে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণ করতে চায় সরকার। এই বাজেট প্রত্যাখ্যান করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে।

যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ - dainik shiksha বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0045380592346191