শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তনের দাবি | মাদরাসা নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তনের দাবি

বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ কর্নার’ করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এই কর্নারে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪’র সব স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ কর্নার’ করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এই কর্নারে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪’র সব স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি। 

শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তনের দাবি

শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এই দাবি জানান।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন জায়গায় জুলাই গণ-অভ্যুত্থানকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি করা হচ্ছে নানা প্রক্রিয়ায়। এর মধ্যে সবচেয়ে দৃশ্যমান হলো, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংবলিত দেয়াল লিখন, দেয়াল চিত্র ও গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা সারা দেশে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করছি। আগামী ১ থেকে ৭ ডিসেম্বর আমরা শহীদি সপ্তাহ পালন করবো এবং শহীদি দেয়াল লিখন করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার আছে। সেগুলোকে নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে। তাতে সংরক্ষণ করতে হবে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সব স্মৃতি। আগামী ১ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে সরকারি উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভ ‘জাগ্রত জুলাই’ নির্মাণ করতে হবে। এতে জুলাইয়ের সব শহীদদের নাম থাকবে। প্রতিটি উপজেলায় এই জাগ্রত জুলাই নির্মাণ করতে হবে। যদি জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ না করা হয়, তাহলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করবো। আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় জাদুঘরে জুলাই স্মৃতি কর্নার নামে ডেডিকেটেড সেল করতে হবে।’