শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী | এমপিও নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

নতুন বছরের শুরুতেই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান চলবে না বন্ধ থাকবে- সে প্রশ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের৷ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানাতে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ

নতুন বছরের শুরুতেই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান চলবে না বন্ধ থাকবে- সে প্রশ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের৷ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানাতে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, গতকাল রোববার রাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে জাতীয় কারিগরি কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ সভার সিদ্ধান্ত জানাতে সোমবার সকালে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।