শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ১৩ জুন

শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ১৩ জুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এ ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এ ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। ২০১৯ খ্রিষ্টাব্দে আইনটির খসড়া প্রকাশের পর তা চূড়ান্ত করতে ইতোমধ্যে কয়েক দফা সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

জানা গেছে, ‘ইস্ট পাকিস্তান ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্ট সংশোধন ও পরিমার্জন করে বাংলায় ভাষায় প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে খসড়া ইতোমধ্যে তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৯ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল আইনের খসড়াটি জনমত যাচাইয়ের লক্ষ্যে প্রকাশ করেছিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ খসড়াটি চূড়ান্তকরণে বেশ কয়েকদফা সভা শেষে ফের ১৩ জুন সভা ডাকা হয়েছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা ১৩ জুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।