শিক্ষা ভবনে পরিচালককে লাঞ্ছনা, যুবদল-ছাত্রদলের দুই নেতা বহিষ্কার - দৈনিকশিক্ষা

শিক্ষা ভবনে পরিচালককে লাঞ্ছনা, যুবদল-ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী |

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে কার্যালয় থেকে বের করে তালা দেয়ার অভিযোগে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগর বিএনপি এক চিঠিতে এ তথ্য জানায়।

আবুল কালাম আজাদ (সুইট) ও তোরাব আলীকে (পারভেজ) বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আবুল কালাম আজাদ রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। তিনি এখনো বিএনপির কোনো পদে নেই। তবে তিনি বিএনপি নেতা হিসেবেই পরিচিত। তোরাব আলী ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক।

আরো পড়ুন : শিক্ষা ভবন থেকে পরিচালককে বের করে দিয়ে তালা

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সোমবার রাজশাহী অঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধভাবে তালা ঝোলানো, পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে প্রাণনাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদ ও তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য চিঠি কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হলো।

এর আগে গতকাল বিকেলে একদল তরুণ মাউশির আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জির অফিসে যান। ‘আমরা স্থানীয়’ পরিচয় দিয়ে তারা পরিচালককে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে পরিচালক মাউশির মহাপরিচালককে ফোন করার জন্য মুঠোফোন হাতে তোলেন। কিন্তু ওই তরুণেরা তাকে ফোন করতে বাধা দেন। চাপের মুখে অধ্যাপক ব্যানার্জি কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর ওই তরুণেরা কার্যালয়ে তালা দেন। এই তরুণেরা যুবদলের সাবেক নেতা আবুল কালাম আজাদের অনুসারী বলে অভিযোগ উঠেছে।

জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘ওরা কেউ আমার লোক না। তারা সাধারণ ছাত্র-জনতা। তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এতে আমার সমর্থন ছিল। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে অপরাধ। এ কারণে আমাকে বহিষ্কার করলে দলের জন্যই দুঃখজনক।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আমি বিএনপির কোনো পদে নেই। তাহলে আমাকে বহিষ্কার করে কীভাবে? আর আমি মহানগর বিএনপির কোনো পদে থাকলেও মহানগর বিএনপি আমাকে বহিষ্কার করতে পারে না। তারা কেন এটা করেছে, সেটা তারাই ভালো বলতে পারবে।’

এ ব্যাপারে কথা বলার জন্য আজ মঙ্গলবার সকালে তোরাব আলীর মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

অফিস থেকে বের করে দেয়ার পর মাউশির আঞ্চলিক পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জি বিষয়টি বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জানান। এ বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, যারা ওই কর্মকর্তার দপ্তরে গিয়েছিলেন, তারা কেউ শিক্ষার্থী নন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা যাবে না। এই বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না।

শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা বেতন ও বিবেকের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশের শিক্ষকরা - dainik shiksha বেতন ও বিবেকের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশের শিক্ষকরা জাতীয়করণসহ শিক্ষকদের ১০ দাবি - dainik shiksha জাতীয়করণসহ শিক্ষকদের ১০ দাবি দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা: ফখরুল - dainik shiksha দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা: ফখরুল কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিল করে নতুন প্রজ্ঞাপন দাবি - dainik shiksha কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিল করে নতুন প্রজ্ঞাপন দাবি তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত: শিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036509037017822