শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের (বাসকশিপ) নেতারা।
রোববার (২৪ অক্টোবর) বরগুনার জেলা প্রশাসন কার্যালয়ের ‘প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠান পুনঃচালুকরণ সংক্রান্ত’ মতবিনিময় সভা শেষে শিক্ষা সচিবকে শুভেচ্ছা জানান পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সভায় সরকারিকৃত কলেজের শিক্ষকদের আত্তীকরণের নানা দিক তুলে ধরেন বাসকশিপে সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধার নেতৃত্ব একটি প্রতিনিধদল। এ সময় নেতারা প্রাতিষ্ঠানিক ত্রুটির কারণে কাউকে বঞ্চিত না করে পে পোর্টেকশন বহাল রেখে অতি দ্রুত শিক্ষকদের আত্তীকরণের দাবি উত্থাপন করেন। এসময় সচিব দ্রুত সময়ে শিক্ষকদের আত্তীকরণের আশ্বাস দেন বলেও বাসকশিপ নেতারা জানান৷ আগামী ১ মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শেষ হবে বলে সচিব শিক্ষক নেতাদের আশ্বাস দিয়েছেন।
পরে, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধার নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহসভাপতি মো. নাসির উদ্দীন, বরগুনা জেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামসহ শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন বরগুনায় আসায় তাকে বাসকশিপের বরগুনা জেলার শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।