শিক্ষা হচ্ছে উন্নতির একমাত্র মাধ্যম: দীপু মনি - দৈনিকশিক্ষা

শিক্ষা হচ্ছে উন্নতির একমাত্র মাধ্যম: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার জন্য বাজেটে নতুন করে চিন্তা করতে হবে। ইনভেনশন বা উদ্ভাবন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারেনি। শিক্ষায় যে দেশ যত বেশি বিনিয়োগ করেছে সেই দেশ তত বেশি উন্নত হয়েছে। শিক্ষা হচ্ছে উদ্ভাবন ও উন্নতির একমাত্র মাধ্যম। এখানে বিনিয়োগ বাড়াতে হবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন এটুআই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এতে সহযোগিতা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনা থেকে আনন্দ চলে গেছে। সেই আনন্দ আবার ফিরিয়ে আনতে হবে। পাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হলে আনন্দ দিয়ে শিক্ষাদান করতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার সঙ্গে বড় করে তুলতে পরামর্শ দিয়ে দীপু মনি আরও বলেন, যেসব শিশুরা প্রশ্ন করে, কথা বলতে চায় দয়া করে তাদের থামিয়ে দেবেন না। এদের বুদ্ধিবৃত্তিকে উৎসাহিত করুন। কারণ এরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এদের যোগাযোগ সক্ষমতাকে বাড়িয়ে তুলতে সহায়তা করুন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা জিপিএ ৫ পাচ্ছি অথবা ডিগ্রী অর্জন করছি কিন্তু বাস্তব  জীবনে আমরা দক্ষতা দেখতে পারছি না। অনেক ক্ষেত্রে আমরা যথাযথভাবে বাংলা অথবা ইংরেজীতে  ভাব বিনিময় করতে পারি না। যা বুঝাতে চাই তা আমরা যথাযথ ভাষা প্রয়োগের মাধ্যমে বুঝাতে পারি না। তার মানে হল আমরা যে পদ্ধতিতে মেধার মুল্যায়ন করে ডিগ্রী  প্রদান করি সে  পদ্ধতিতে  ত্রুটি রয়েছে।

তিনি বলেন আমরা বিগত দশ বছরে শিশুকে বিদ্যালয়মুখী করতে সক্ষম হয়েছি। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে তার গুনগত মান উন্নয়ন করতে হবে।

শিশুদের চিন্তাশীল ও মেধার বিকাশে সহায়তা করার কথা উল্লেখ করে দীপু মনি বলেন, স্কুলেই তাদের চিন্তার ভিতটি গড়ে দিতে হবে। সমস্যা সমাধান করার যোগ্যতা বাড়াতে হবে। এমন অনেককে আমি চিনি যারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, তবে কী শিখে এসেছে সেটি বুঝিয়ে বলতে পারেন না। এমনটা যেন না হয়। যা কিছু শিখছে তা যেন প্রয়োগ করতে পারে সেভাবে শিক্ষা দেবেন।

এটুআই আয়োজিত শিক্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহবার হোসাইন, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এটুআই-এর পলিসি এডভাইসর আনীর চৌধুরী।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.019858121871948