শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে - দৈনিকশিক্ষা

শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

দৈনিক শিক্ষাডটকম, লক্ষ্মীপুর |

বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। এর দৃষ্টান্ত মূলক শাস্তি ও অপসারণের দাবিতে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াছমিন।   

এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, ওই বিদ্যালয়ের আয়া নিগার সুলতানরও শ্লীলতাহানি করে। পরে প্রতিষ্ঠানটির আয়া কাঁদতে কাঁদতে বিদ্যালয় থেকে বের হয়ে স্থানীয়দের ঘটনা খুলে বলেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, লিটন চন্দ্র দেবনাথ দায়িত্ব নেয়ার পর থেকে ফরিদা ইয়াসমিনকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় শিক্ষক হাজিরা খাতায় তাকে স্বাক্ষর না দিয়ে অনুপস্থিতি দেখান। গত ১৯ নভেম্বর তিনি শ্রেণি কার্যক্রমে উপস্থিত থাকার পরেও তাকে অনুপস্থিত দেখিয়েছেন।  

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদুল আলম বিষয়টি অবগত আছেন বলে জানান শিক্ষক ফরিদা ইয়াসমিন।

এছাড়া অভিযোগ রয়েছে সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ তার নিয়োগের পর থেকে বিদ্যালয়ে সুদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এলাকার লোকজন প্রতিনিয়ত হাতে স্ট্যাম্প ও চেকের কাগজপত্র নিয়ে সুদের টাকা গ্রহণে গ্রহীতাদের বিদ্যালয়ের অফিস কক্ষে ভিড় করতে দেখা যায়। লেনদেন নিয়ে গ্রহীতাদের সাথে উচ্চ স্বরে কথা বলতে শোনা যায়। এতে শিক্ষার্থীদের লেখা-পড়ার বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন ওই বিদ্যলয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা। 

এছাড়া আরো অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতিকে ১৫ লাখ টাকা দিয়ে সহকারী প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে লিটন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। 

তার অসদাচরণে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা চরম অতিষ্ট। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। শিক্ষার্থীদের নামাজের ঘরে তালা দিয়ে নামাজ পড়তে বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

নাম প্রকাশ না করা শর্তে একাধিক শিক্ষার্থী জানান, সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ বিদ্যালয়ের বিরতির সময়ে প্রাইভেট পড়াতে বাধ্য করেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময়ে খারাপ আচারণ করেন। 

সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বাধা ও প্রতিবাদ করায় তিনি ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনকে বিগত সরকারের আমলে মিথ্যা অভিযোগ এনে চাকরিচ্যুতির চেষ্টা করেন। তিনি ক্যু করে প্রধান শিক্ষক হওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ রয়েছে।

ওই বিদ্যালয়ের আয়া নিগার সুলতানা অভিযোগ করে বলেন, তিনি ১৪ নভেম্বর বিদ্যালয়ের নামাজ ঘরে একা নামাজ পড়ছিলেন। এ সময় সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ তার গায়ে হাত দেয় এবং তার সঙ্গে অনৈতিক কাজের উদ্দেশ্যে জোর করেন। তিনি বিদ্যালয়ে চাকরি করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সব ঘটনায় স্থানীয়ভাবে জানানোর পর তাকে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন। 

তবে অভিযুক্ত লিটন চন্দ্র দেবনাথ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সাংবাদিকদের জানান, শিক্ষক ও কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্তকরে প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। 

শ্লীলতাহানির অভিযোগ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ) সম্রাট খীসা বলেন, এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেডিক্যাল ভর্তি আবেদন শুরু, জেনে নিন প্রক্রিয়া - dainik shiksha মেডিক্যাল ভর্তি আবেদন শুরু, জেনে নিন প্রক্রিয়া সময় বাড়লো এসএসসির ফরম পূরণের - dainik shiksha সময় বাড়লো এসএসসির ফরম পূরণের বিসিএসে একবার প্রিলি পাসেই ৩ বার লিখিত-মৌখিক পরীক্ষা - dainik shiksha বিসিএসে একবার প্রিলি পাসেই ৩ বার লিখিত-মৌখিক পরীক্ষা ভারতের কারণে ইউরোপগামী শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে: প্রধান উপদেষ্টা - dainik shiksha ভারতের কারণে ইউরোপগামী শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে: প্রধান উপদেষ্টা জবির ৭‘শ শিক্ষার্থী পাচ্ছেন আবাসন সুবিধা - dainik shiksha জবির ৭‘শ শিক্ষার্থী পাচ্ছেন আবাসন সুবিধা বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা - dainik shiksha বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা সব স্কুল-কলেজে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা - dainik shiksha সব স্কুল-কলেজে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046150684356689