‘শুধু শিক্ষা প্রদান নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ - Dainikshiksha

‘শুধু শিক্ষা প্রদান নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক |

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, ‘শুধু শিক্ষা প্রদান নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ।’

বুধবার (২০ সেপ্টেম্বর) নগরীর প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আইকিউএসি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এসএ রিপোর্ট রাইটিং, ডাটা এনালাইসিস অ্যান্ড ডকুমেন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ড. অনুপম সেন বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয় ছিল না, তখনও জ্ঞান সৃষ্টি হয়েছে, কতোকিছু আবিষ্কৃত হয়েছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রবর্তিত হওয়ার পরে সে-সবকিছু বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের অন্তর্ভুক্ত হয়েছে। এখনও সৃষ্টি হচ্ছে নানা বিষয় এবং পদার্থ, রসায়ন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সৃষ্টি হচ্ছে নানা জ্ঞান। সময় ও সমাজের চাহিদা অনুসারে কারিকুলাম পরিবর্তিত হতে পারে বিধায় সৃষ্ট এসব নতুন নতুন বিষয় এবং জ্ঞানও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।’

তিনি শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালায় আলোচনার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের অধ্যাপক অমল ভূষণ নাগ।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদের সভাপতিত্বে সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর রফিকুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, বিজনেস অনুষদের সহকারী ডিন মো. মঈনুল হক, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সাদিয়া আকতার প্রমুখ এবং সকল বিভাগের এসএ কমিটির সদস্যরা।

কর্মশালা পরিচালনা করেন রিসোর্স পার্সন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র অ্যাডিশনাল ডিরেক্টর অধ্যাপক ড. আশরাফুল আলম।

এতে অংশগ্রহণকারী  শিক্ষকদের উদ্দেশ্যে মোটিভেশন, ফরমেট অ্যান্ড সিগনিফিকেন্স অফ সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর), ডাটা এনালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন ফর এসএআর, ওপেন ডিসকাসন এন্ড স্পেসিফিক প্রবলেম অরিয়েন্টেড সলিউশন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালা শেষে রিসোর্স পার্সন ড. আশরাফুল আলমের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003849983215332