ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ধোয়া-মোছা করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ৯টায় ধোয়া-মোছা কাজে অংশ নেয় ক্ষদে শিড়্গার্থী জান্নাতুল ফেরদৌসি সুপ্রীতি, জান্নাতুন নূর, রিয়াম, রাপ্তি মনি, ফাতিহা মনি, আভিয়ান, সাউদি মনি, তোবা মনি, তাহমিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হাসনা হেনা খাতুন রত্না, অভিভাবক আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু, সংরক্ষিত কাউন্সিলার পারভীন আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম, শামীমা আক্তার, হাসানুজ্জামান রাসেল, মনিরুল ইসলাম শিমুল, মনি, রুমা, জুলি প্রমুখ। ধোয়ামোছা শেষে শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু ক্ষুদে শিক্ষার্থীদের চকোলেট ও চিপস উপহার দেন।
উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, এর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মনে প্রিয় মাতৃভাষা ও বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা-ভক্তি জন্ম নেবে।