শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক | স্কুল নিউজ

শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ভুল চাহিদা দিলে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

দৈনিক শিক্ষাডটকম, সাবিহা সুমি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ভুল চাহিদা দিলে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ই-রিকুইজিশন দেয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শূন্যপদের ভুল তথ্য, কাম্য শিক্ষার্থী না থাকা ও প্রাপ্যতবিহীন হলেও চাহিদা পাঠায়। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের এমপিওসংশ্লিষ্ট কর্মকর্তারাও আলোচনা করেছেন।  

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী থাকা না এবং প্রাপ্যতাবিহীন পদের জন্য এনটিআরসিএতে ইরিকুইজিশন দেয়া হয়, ফলে ওই পদের বিপরীতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা পরবর্তীতে এমপিওভুক্ত হতে না পারার কারণে নানান জটিলতা সৃষ্টি হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকার কারণে সভায় প্রাপ্যতাবিহীন পদের জন্য এনটিআরসিএতে ই-রিকুইজিশন দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে টিঠিতে জানানো হয়েছে। 

এদিকে চতুর্থ নিয়োগচক্রে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভুল চাহিদার কারণে নিয়োগবঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করে চলছেন। কয়েক দফা এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।