শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন | কলেজ নিউজ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে নয়টায় স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে নয়টায় স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সকাল ৯টায় কলেজ চত্বরে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করে দিবসটি কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বিশাল এক শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সমবেত সবাই কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। আলোচনা সভায় কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় কোরআন তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী উম্মে হানি এবং গীতা পাঠ করেন অনামিকা অধিকারী। সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক অমৃতাভ সানা, শিক্ষার্থী নাঈমা আক্তার, উম্মে হানি, অনামিকা অধিকারীসহ অনেকে। 

অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে হবে এবং দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণ করতে হবে, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন হবে। 

পরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন জান্নাতুল মাওয়া, তাহিরা খাতুন, মো. নীরব শেখ, তৃষা দাশ, ঋতু চক্রবর্তীসহ অনেকে। দেশের গানে নৃত্যে অংশগ্রহণ করেন ঋতু চক্রবর্তী, লিজা, লিমা মিতু অধিকারী। সবশেষে কেক কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।