শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় যবিপ্রবি নীল দলের - দৈনিকশিক্ষা

শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় যবিপ্রবি নীল দলের

যবিপ্রবি প্রতিনিধি |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ পন্থী শিক্ষক সংগঠন নীল দল। একইসঙ্গে নিজেদের চাওয়া-পাওয়া ভুলে বিশ্ববিদ্যালয়কে তথা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।  

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গণভোজের পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় নীল দলের নেতারা এসব কথা বলেন। এর আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


 
আলোচনা সভায় যবিপ্রবি নীল দলের আহ্বায়ক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, আজকে আমাদের যে পরিচয় সেটি বঙ্গবন্ধুর জন্য। আজকের আমাদের যে মানচিত্র সেটি বঙ্গবন্ধুর জন্যে। আমাদের সকল কর্মকাণ্ডে যেন বঙ্গবন্ধুর আদর্শ থাকে।  দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। 


 
নীল দলের যুগ্ম আহ্বায়ক ড. মো. নাজমুল হাসান বলেন, বঙ্গবন্ধুকে আমরা অন্তর থেকে ভালবাসবো। তাঁর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমাদের চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট সবকিছুকে ভুলে বিশ্ববিদ্যালয়কে তথা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে পারি, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। 

বীরপ্রতীক তারমন বিবি হলের প্রভোস্ট ড. শিরিন নিগার বলেন, ছোটবেলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস পাঠ্যসূচিতে না থাকায়, আমরা তা জানতে পারিনি। এখন তা লেখা হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আরও বেশি সুযোগ পাবে। 

গণভোজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শহীদ মসিয়ূর হলের প্রভোস্ট ড. প্রকৌশলী মো: আমজাদ হোসেন, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো: ফিরোজ কবির, নিরাপত্তা কর্মকর্তা মুহা. মুন্সী মনিরুজ্জামান, কর্মচারী সমিতির সহ-সভাপতি আরশাদ আলী, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল যবিপ্রবি শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতি। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্থানীয় গরিব, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0038659572601318