শোক দিবসে গণমুখী শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকার বিসিএস সাধারণ শিক্ষা সংসদের | সমিতি সংবাদ নিউজ

শোক দিবসে গণমুখী শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকার বিসিএস সাধারণ শিক্ষা সংসদের

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের গণমুখী বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ বৃহত্তর চট্টগ্রামের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের গণমুখী বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ বৃহত্তর চট্টগ্রামের নেতৃবৃন্দ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

পরে নেতারা প্রতিকৃতির সামনে এক মিনিট  নীরবতা পালন করেন এবং  শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের শপথ নেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান রেজাউল করিম, ইংরেজি বিভাগের প্রধান এ এম এম মুজিবুর রহমান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক অনুপ কুমার বড়ুয়া, শুভানন বড়ুয়া, বান্দরবন কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিক, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক সুবীর হাওলাদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ, উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন , সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক রুবাইয়াত ফাহিম, সরকারি সিটি কলেজর প্রভাষক কিরীটি দত্ত, সিটু দত্ত, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক আলী আসগর,পটিয়া সরকারি কলেজের প্রভাষক আশফাক হোসেন তারেকসহ অনেকে।