শোক দিবস উপলক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে পল্লী সঞ্চয় ব্যাংক | ব্যাংক ও বীমা নিউজ

শোক দিবস উপলক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে পল্লী সঞ্চয় ব্যাংক

শরিয়তপুরে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে পল্লী সঞ্চয় ব্যাংক। আগামীকাল ২০ আগস্ট ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের দরিদ্র বন্যাক্রান্ত সদস্যদের মধ্যে ত্রাণ হিস

শরিয়তপুরে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে পল্লী সঞ্চয় ব্যাংক। আগামীকাল ২০ আগস্ট ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের দরিদ্র বন্যাক্রান্ত সদস্যদের মধ্যে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হবে। বুধবার (১৯ আগস্ট) ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল মিয়া দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানান।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকা বিতরণ করা হবে। এজন্য ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়ন থেকে ১০০ জন করে ৬ হাজার ৫০০ জন বন্যাক্রান্তকে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, ত্রাণ বিতরণ অনুষ্ঠান শরিয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হবে।