শ্রীমঙ্গলের মনাই উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট - দৈনিকশিক্ষা

শ্রীমঙ্গলের মনাই উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

রজত চক্রবর্তী, শ্রীমঙ্গল থেকে |

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১১শ’ শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানাগার স্থাপন করা হয়নি। এতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়ন ক্ষতিগ্রস্থ হচ্ছে।

১৯৮৫ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি নিয়ে যাত্রা শুরু করে। ষষ্ঠ শ্রেণিতে ছয়জন শিক্ষার্থী ভর্তি করিয়ে ক্লাস শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা এমপিওভুক্ত এবং এমপিওবিহীন মিলিয়ে আঠারো জন। মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১১শ’। রয়েছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ।

লালবাগ, সবুজবাগ, শাহীবাগ, উত্তরসুর, কাশিপুর, সাজিরবাজার গ্রামের অধিকাংশ শিক্ষার্থীদের উপস্থিতি এই বিদ্যালয়ে। প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এবং যানজটমুক্ত শান্ত পরিবেশে এই বিদ্যালয়টি চালু হওয়ায় দিন দিন এতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিদ্যালয়টিতে ২০১৪ খ্রিস্টাব্দে শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকা নিয়ে গঠিত মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ-এর ডি.ও লেটারের মাধ্যমে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক আট কক্ষ বিশিষ্ট দু’তলা ভবন নির্মাণ করা হয়। এই দু’তলা ভবনের আটটি কক্ষ এবং স্কুলের নিজস্ব টিনশেড ঘরের চারটি সহ মোট ১২ টি শ্রেণিকক্ষ নিয়ে পাঠদান কার্যক্রম চলছে।

প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাশ এ বিষয়ে বলেন, কয়েক বছর আগে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্যও একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। এলাকার মানুষের সহযোগিতায় সেখানে বৈদ্যুতিক বাতি ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও করা হয়। তারপরও প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষের সংকট থেকেই যাচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়া রোধকল্পে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই, উপবৃত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। তাই বর্তমানে শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের স্থান সংকুলান হচ্ছে না।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষের সংকট রয়েছে এবং এ সংকট উপজেলার আরো অনেক বিদ্যালয়েই রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন বলেন, ইতোমধ্যেই মৌলভীবাজার-৪ আসনের স্থানীয় এম.পি মহোদয়ের ডি.ও লেটারসহ মনাই উল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য বিজ্ঞানাগার নির্মাণের একটি আবেদন বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে কোন আশানুরূপ ফল পাওয়া যেতে পারে।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034470558166504