শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম | স্কুল নিউজ

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ সম্বলিত ২৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। সুন্দর ভাবার্থ সম্বলিত নতুন নাম দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ দাঁড়ায় এমন ২৪৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। এসব বিদ্যালয়ের সুন্দর ভাবার্থের নতুন নাম দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের লালপুর উপজেলার গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এভাবে দেশের বিভিন্ন জেলার ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শ্রুতিমধুর ও যৌক্তিক নাম করা হয়।

এর আগে গত বছর শ্রুতিকটু এসব স্কুলের নাম পাল্টাতে উদ্যোগ নেয় সরকার। পরে প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ৩টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। 

তখন সুনামগঞ্জের জামালগঞ্জের জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মৌলভীবাজারের সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নেত্রকোনার পূর্বধলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

২০২৩ খ্রিষ্টাব্দের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূ্ত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত, যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। 

এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত স্কুলের নাম পরিবর্তন করা হবে। এ পরিবর্তনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করা হয়। প্রিয় পাঠক, এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন দৈনিক শিক্ষাডটকম।  

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শ্রুতিকটু ২৪৭ প্রাথমিক স্কুল পেলো শ্রুতিমধুর নাম

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।