এ বছর প্রাথমিক শিক্ষায় পাবনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ফেরদৌসী সুলতানা লিজা। তিনি সুজানগর পৌরসভার ৪১ নং চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ এর জেলা পর্যায়ের যাচাই-বাচাই কমিটির সভাপতি পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক চিঠিতে এ ফলাফল ঘোষণা করেন।
চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার রাজু আহমেদ জানান, তার বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকারা আনন্দিত। এ বিদ্যালয়ে তিনি অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান বলেন, যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃঙ্খলা, অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণিকক্ষে পাঠদান, বিদ্যালয়ে কাজের দক্ষতা, আর্থিক শৃঙ্খলাসহ শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ফেরদৌসী সুলতানা লিজাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ফেরদৌসী সুলতানা লিজা এসএসসি এবং এইচএসসি পাস করেন। এরপর সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন। পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন। তিনি সাফল্যের সঙ্গে ডিপিএড কোর্সও সম্পন্ন করেছেন।