চট্টগ্রামের বাঁশখালিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতেও বলেছেন আদালত। এ টাকা পরিশোধ করতে হবে এস আলম গ্রুপকে।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
পাশাপাশি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) পুলিশ সুপার (এসপি) ও এস আলম গ্রুপের আলাদা আলাদা কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার(৪মে) এ বিষয়ে পৃথক রিট আবেদনের শুননি করে বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ ঘটনায় দুটি রিট করেছিল ৬টি সংগঠন।
চট্টগ্রামের বাশখালিতে পুলিশের সাথে সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনগুলোর ওপর মঙ্গলবার শুনানি করা হয়। আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও সৈয়দা রিজওয়ানার হাসান।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন
প্রথমে ২২ এপ্রিল এ ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ৩ কোটি ও আহত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণের ও বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে। এরপর ২৭ এপ্রিল বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) রিট আবেদন করেছিল।
গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হন। বেতনভাতা ও কর্মঘণ্টা কমানো নিয়ে অসন্তোষের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।