সব বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়লো | বিশ্ববিদ্যালয় নিউজ

সব বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়লো

দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এর আগে ১৭ মে থেকে হল এবং ২৪মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হলেও ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হলো।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এর আগে ১৭ মে থেকে হল এবং ২৪মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হলেও ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হলো।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

রোববার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছেম, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড ১৯ অতিমারিতে সংক্রমনের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি  আগামী ২৯  মেপর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই  সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং  শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।