‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বিতর্কিত হতে পারে না’ - Dainikshiksha

‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বিতর্কিত হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক |

shohag_1

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির বলেছেন, ‘২-১টি বিশ্ববিদ্যালয়ের কারণে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বিতর্কিত হতে পারে না।’

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সংকটের বিষয়ে শেখ কবির বলেন, ‘দুয়েকটি বিশ্ববিদ্যালয়ের দুয়েকটি ঘটনা মানে এই নয় যে, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই এমন। এটা ঠিক না। দুয়েকজন শিক্ষার্থীর কারণে সব শিক্ষার্থী খারাপ হতে পারেন না।’

তিনি বলেন, ‘নর্থ সাউথ ও ব্র্যাকের নাম এসেছে গুলশানের ঘটনায়। এ কারণে সব বিশ্ববিদ্যালয়ের ইমেজ সংকটে পড়বে, বিশ্ববিদ্যালয়গুলো খারাপ; ব্যাপারটা এমন না।’

ব্লগার রাজীব হায়দার শোভন হত্যাসহ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে জঙ্গি কর্মকাণ্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নাম আসার বিষয়ে তিনি বলেন, ‘কতগুলো বিশ্ববিদ্যালয় প্রথমে এসে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওইসব প্রতিষ্ঠানে ভালো ভালো ম্যাচিউরড শিক্ষার্থী ভর্তি হয়। বড়লোকের ছেলে-মেয়েরা ভর্তি হচ্ছে। তারা প্রকৃত অর্থেই ছাত্র। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে তরুণ শিক্ষার্থীর তুলনায় প্রবীণরাই বেশি ভর্তি হয়, যারা চাকরিসহ অন্যান্য কাজে জড়িত থাকে।’

‘কিন্তু ওই প্রতিষ্ঠিত, নামীদামী ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে যে বড়লোকের সন্তানরা ভর্তি হচ্ছে, ভালো স্টুডেন্টরা ভর্তি হচ্ছে; তাদের কয়েকজন বিভিন্নভাবে বিপথগামী হয়ে গেছেন’ বলেন তিনি।

সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা টেনে শেখ কবির বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো অনেক ঘটনা ঘটে। হয়তো গুলশান হামলার মতো এতবড় ঘটনা ঘটেনি। কিন্তু এরচেয়ে বিভৎস, রগকাটার মতো অনেক ঘটনাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটে।’

নর্থ সাউথসহ প্রশ্নবিদ্ধ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে মিটিং কল করেছিলাম। সরকারের মন্ত্রী, নেতারা ছিলেন, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে নিজেরাও সম্পৃক্ত।’

শেখ কবির বলেন, ‘সেখানে আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালনা করার জন্য পরামর্শ দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘৯০-৯৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুয়েকটি বিশ্ববিদ্যালয়ের দুয়েকজন ছাত্রের কারণে সমুদয় বিশ্ববিদ্যালয়ের উপর প্রভাব পড়বে? গণমাধ্যম বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরলে আমার মনে হয় কোনো সমস্যা হয় না।’

‘আপনারা প্রকৃত ঘটনা লিখুন, যাতে আমরা সাবধান হই। যাদের নাম এসেছে তারা যেন সাবধান হয়, যারা এখনো সাবধান হয়নি, তারাও যেন সাবধান হয়ে যায়’ বলেন তিনি।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0049910545349121