সব বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ চায় বাকশিস-বিপিসি | বিবিধ নিউজ

সব বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ চায় বাকশিস-বিপিসি

শিক্ষকদের মধ্যে সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।

শিক্ষকদের মধ্যে সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। 

সব বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ চায় বাকশিস-বিপিসি

বাকশিস সভাপতি  অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ শিক্ষক নেতা ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। 

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, স্বাধীন দেশে বেসরকারি শিক্ষকরা পদে পদে বৈষম্যের শিকার। তদের অবস্থা অত্যন্ত লজ্জাজনক। একাত্তরে স্বাধীনতা অর্জনের পর চলমান ধারাবাহিকতায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি দুটি ধারায় বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চলতে থাকে এবং তা সম্প্রসারিত হতে থাকে। যদিও একটি স্বাধীন দেশে কোনোক্রমেই এ ধরনের বৈষম্য থাকা উচিত নয়। তাই স্বাধীনতা লাভের পর থেকেই শিক্ষক সমাজ এ বৈষম্য নিরসনের দাবি জানাচ্ছেন। এ বৈষম্যের অবসান করতে শিক্ষাব্যবস্থার সব স্তরকে সরকারিকরণের মাধ্যমে এক ও অভিন্ন ধারায় রূপান্তরিত করতে হবে। এ জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান, অধ্যক্ষ রহিমা খন্দকার, অধ্যাপক ড. এ কে এম আব্দুল্লাহ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমন, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক জহির উদ্দিন আজম, অধ্যাপক রেজাউল হকসহ অন্যান্য শিক্ষক নেতারা।