সরকারিকরণের নামে শিক্ষকদের কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে | স্কুল নিউজ

সরকারিকরণের নামে শিক্ষকদের কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলারোয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বিকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন এমন দাবি করেন কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া সরকারি জি

স্কুল সরকারিকরণের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আ. রব স্কুল সরকারিকরণ করার নাম করে স্কুলের বিভিন্ন শিক্ষকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্কুলটির শিক্ষকরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনা লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আ. রব স্কুল সরকারিকরণ করার নাম করে স্কুলের বিভিন্ন শিক্ষকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমার কাছ থেকে প্রথমে ৫২ হাজার ২০০ টাকা নেন তিনি। আবার আরও টাকা দাবি করলে আমি টাকা দিতে অস্বীকার করি। এ কারণে প্রধান শিক্ষক আ: রব আমার উপর তেড়ে উঠার পাশাপাশি অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন।
 
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, স্কুল সরকারিকরণ করার নামে  প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১ লাখ করে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী  শিক্ষক মাহফুজা খাতুনসহ অনেকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।