সরকারিকরণের ৭ বছর পূর্তিতে মোরেলগঞ্জে শিক্ষকদের শোভাযাত্রা | সমিতি সংবাদ নিউজ

সরকারিকরণের ৭ বছর পূর্তিতে মোরেলগঞ্জে শিক্ষকদের শোভাযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ৭ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নতুন সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে ১০৭নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ৭ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নতুন সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে ১০৭নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা  ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

সরকারিকরণের ৭ বছর পূর্তিতে মোরেলগঞ্জে শিক্ষকদের শোভাযাত্রা

আলোচনা সভায় বক্তব্য রাখেন তৎকালীন বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শেখ জাহাঙ্গীর হোসেন, নির্মল চন্দ্র, কল্পনা রানী মন্ডল, সিদ্ধার্থ হালদার, আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা পরে ১৯৭৩ খ্রিষ্টাব্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ খ্রিষ্টাব্দে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সারাবিশ্বে ভূয়সী প্রশংসা পেয়েছে। 

আলোচনা শেষে উপজেলার ১৭০টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকার একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।