সরকারিকরণ : অ্যাডহক নিয়োগ পেলেন ৪০ শিক্ষক-কর্মচারী | সরকারিকরণ নিউজ

সরকারিকরণ : অ্যাডহক নিয়োগ পেলেন ৪০ শিক্ষক-কর্মচারী

সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৪০ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ির লক্ষ্মীছিড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মরত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে

সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৪০ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ির লক্ষ্মীছিড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মরত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৭ জুন) এ প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।  

জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী অ্যাডহক নিয়োগ পেয়েছেন। আর খাগড়াছড়ির লক্ষ্মীছিড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী অ্যাডহক নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, লক্ষ্মীছিড়ি মডেল উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ২১ মে সরকারি ঘোষণা করা হয়।

এ দুই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক-কর্মচারীকে “টিচার অ্যান্ড ননটিচিং স্টাফ অব ন্যাশনালাইজড হাইস্কুল (ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন) অ্যাবজর্পশন রুলস-১৯৮৩” অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। 

আদেশ জারির তারিখ থেকে এ কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।   

দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা তুলে ধরা হলো।

তালিকা দেখতে ক্লিক করুন :

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।