সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির সভা আগামী ১২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় ঢাকার সরকারি বধির হাই স্কুলে এ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান খান।
রোববার দুপুরে সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুধাংশু শেখর তালুকদার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সদ্য সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সব সদস্য ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, সভায় সরকারিকৃত মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষক কর্মচারীদের চাকরি সরকারিকরণের কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। আর সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।