সরকারিকৃত শিক্ষকদের নবম গ্রেড বহালে লিয়াজোঁ ফোরাম | সমিতি সংবাদ নিউজ

সরকারিকৃত শিক্ষকদের নবম গ্রেড বহালে লিয়াজোঁ ফোরাম

সরকারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের নবম গ্রেড বহাল রাখার দাবিতে লিয়াজোঁ ফোরাম গঠিত হয়েছে। শিক্ষকদের মধ্যে ঐক্য সুসংহত করার লক্ষে গত শনিবার ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলের শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ‘নবম গ্রেড বাস্তবায়ন ফোরাম’ নামের এ ফোরমাটি গঠন করা হয়।

দৈনিকশিক্ষাডটকম, পূর্বধলা (নেত্রকোণা) : সরকারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের নবম গ্রেড বহাল রাখার দাবিতে লিয়াজোঁ ফোরাম গঠিত হয়েছে। শিক্ষকদের মধ্যে ঐক্য সুসংহত করার লক্ষে গত শনিবার ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলের শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ‘নবম গ্রেড বাস্তবায়ন ফোরাম’ নামের এ ফোরমাটি গঠন করা হয়। 

সরকারিকৃত শিক্ষকদের নবম গ্রেড বহালে লিয়াজোঁ ফোরাম

সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ওই সভায় ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

সভায় সরকারিকৃত স্কুলের নবম গ্রেডের শিক্ষকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় কমিটির কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করা হয়। 

আলোচনা শেষে নেত্রকোণার জেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম ইলিয়াসকে আঞ্চলিক আহ্বায়ক, লুৎফর রহমানকে ময়মনসিংহ জেলা আহ্বায়ক, মো: নুরুল আমিন আজাদকে নেত্রকোণা জেলা আহ্বায়ক, মো. নরুল খানকে কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক, মো. আবু জাফর খানকে টাঙ্গাইল জেলা আহ্বায়ক, মো. আব্দুর রাজ্জাককে জামালপুর জেলা আহ্বায়ক করে ময়মনসিংহ অঞ্চলের নবম গ্রেড বাস্তবায়ন ফোরাম গঠন করা হয়।