সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদের আবেদন শুরু | কলেজ নিউজ

সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদের আবেদন শুরু

সরকারি কলেজের অধ্যক্ষ-উপধ্যক্ষ শূন্যপদে পদায়নে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছে দরখাস্ত আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১ জুলাই থেকে কর্মকর্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৫ জুলাইয়ে সম্প্রতি জারি করা বদলি নীতিমালা অনুসারে শিক্ষাক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে বলা হয়েছে। বুধবার

সরকারি কলেজের অধ্যক্ষ-উপধ্যক্ষ শূন্যপদে পদায়নে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছে দরখাস্ত আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১ জুলাই থেকে কর্মকর্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আগামী ১৫ জুলাইয়ে সম্প্রতি জারি করা বদলি নীতিমালা অনুসারে শিক্ষাক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে বলা হয়েছে। বুধবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে শিক্ষাক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে হবে। হার্ডকপিতে কোন আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়নের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চূড়ান্ত। 

সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদের আবেদন শুরু

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।