সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ২৮২ আসন বাড়ছে - দৈনিকশিক্ষা

সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ২৮২ আসন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক |

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে এবার ২৮২টি আসন বাড়ছে। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। সম্প্রতি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তিতে (সংশোধিত) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কোন মেডিকেলে কত আসন বাড়ানো হয়েছে তা উল্লেখ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বর্তমানে বিজ্ঞপ্তিটি শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে (mefwd.gov.bd) পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসাশিক্ষা-০১ অধিশাখার উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছিল, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

স্মারকের তথ্যমতে, ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ২ হাজার ৯৩০টি। আর এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ২১২টি। 



এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ওই বছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছিল ৪ হাজার ৬৮টি। আর এবার নতুন একটি মেডিকেল কলেজে (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ) প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি নেবে। এতে আসন সংখ্যা রয়েছে ৫০টি। তাছাড়া আগের ৩৬টি মেডিকেলে এবার আসন সংখ্যা বেড়েছে ২৩২টি। ২০২০-২১ শিক্ষা বর্ষে সব মিলিয়ে ২৮২টি আসন বাড়ছে।



বর্তমানে অনলাইনের মাধ্যমে মেডিকেল ভর্তির আবেদন চলছে। আগামী ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তিতে (সংশোধিত) দেখা যায়, ৩৭টি সরকারি মেডিকেলে এবার সর্বমোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৩৫০টি। এর মধ্যে ৪ হাজার ২৩০টি সাধারণ কোটায় আর বাকি ১২০টি বিভিন্ন কোটায় সংরক্ষতি রয়েছে। তন্মধ্যে ৮৭টি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায়।

মোট ২৩০টি করে আসন রয়েছে- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ।

শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০০। তাছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ১৮০টি করে আসন সংখ্যা রয়েছে। এছাড়া বাকি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা একশোর নিচে।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032658576965332