সরকারি মোহাম্মদপুর মডেল কলেজে পাঠ্যপুস্তক উৎসব | বই নিউজ

সরকারি মোহাম্মদপুর মডেল কলেজে পাঠ্যপুস্তক উৎসব

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে বই উৎসব উদ্যাপন করা হয়েছে ।

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে বই উৎসব উদযাপন করা হয়েছে । জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (১ জানুয়ারি) অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী শরীফ উদ্দিন পদাতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সঠিক সময়ে শিক্ষার্থীদের  হাতে বই তুলে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রশংসা করেন। 

সরকারি মোহাম্মদপুর মডেল কলেজে পাঠ্যপুস্তক উৎসব

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী শরীফ উদ্দিন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড-, বিনামূল্যে বই বিতরণের জন্য ঝড়ে পড়া অনেক শিশুই আজ শিক্ষার আলো দেখতে পেরেছে।

তিনি আরও বলেন বই হল সেই প্রকৃত বন্ধু যা পড়ে মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই শিক্ষার্থীদের তিনি বেশি বেশি বই পড়তে বলেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানান। এ সময় কলেজের উপাধ্যক্ষ, শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।