মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি-কলেজে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৯ জুন) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। একই সাথে মাঠ পর্যায়ের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েও বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
এ তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল কলেজের ৮১ জন বুক সর্টার, ২১ জন ক্যাশ সরকার, ১৯৬ জন দক্ষ বেয়ারার, ২২৬ জন নিরাপত্তা প্রহরী, ৮ম শ্রেণি পাস ৬৯ জন অফিস সহায়ক এবং ৪১০ জন এসএসসি পাস অফিস সহায়ক রয়েছেন।
শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের শিক্ষা অফিস ও স্কুল-কলেজগুলোতে পাঠানো চিঠিতে, তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে। প্রকাশিত তালিকায় মন্তব্য কলামে যেসব কর্মচারীর কাগজপত্র ঘাটতি রয়েছে বলে উল্লেখ রয়েছে তা বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নসহ বিশেষ বাহক মারফত অধিদপ্তরের সহকারী পরিচালক বা উপপরিচালকের কাছে পাঠাতে বলা হয়েছে।
এছাড়া তালিকায় নাম থাকা কোন কর্মচারী যদি ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকেন বা স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন বা পিআরএলে যান বা বরখাস্ত থাকেন তাদের তথ্য ইমেইলে (promotiondshe@gmail.com) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা তুলে ধরা হল।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।