সশরীরে জাবির ক্লাস-পরীক্ষা শুরু কাল - দৈনিকশিক্ষা

সশরীরে জাবির ক্লাস-পরীক্ষা শুরু কাল

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সশরীর ক্লাস ও পরীক্ষা কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পাশাপাশি কাল থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খুলে দেয় কর্তৃপক্ষ।

সশরীর পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগের পরীক্ষা ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে, সেসব পরীক্ষা সশরীর উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার পর ইতিমধ্যে শুরু হওয়া পরীক্ষাগুলো দুর্যোগকালীন পরীক্ষা অধ্যাদেশ ২০২১ (এক্সামিনেশন অর্ডিন্যান্স ডিউরিং ডিজাস্টার-২০২১) এর কাঠামোতেই অনলাইন মাধ্যমের পরিবর্তে সশরীর উপস্থিতির মাধ্যমে সম্পন্ন করতে হবে।  

দুর্যোগকালীন পরীক্ষা অধ্যাদেশ প্রণয়ন কমিটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘এই পরীক্ষা অধ্যাদেশ অনুযায়ী ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, ১০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৩০ নম্বরের কাঠামোগত মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় খোলার পর এসব পরীক্ষা অনলাইনের পরিবর্তে সশরীর নিতে হবে।’

তবে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট অনলাইনে সফট কপি বা অফলাইনে হার্ড কপিতে জমা দেওয়া যাবে বলে রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া ১০ নম্বরের লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো শ্রেণিকক্ষ বা গ্যালারি বা একাধিক শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার কথা বলা হয়েছে।

অজিত কুমার মজুমদার বলেন, এত দিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ছিল। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা নিজ বাসা বা নিজস্ব ব্যবস্থাপনায় থেকে অনলাইনে যুক্ত হয়ে পরীক্ষা দিয়েছে। এখন যেহেতু আবাসিক হলগুলো খোলা, তাই পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে থাকার কথা। এ অবস্থায় মৌখিক পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীর নিতে হবে। এ ক্ষেত্রে একই কক্ষে পরীক্ষক ও পরীক্ষার্থী সামাজিক দূরত্ব মেনে মৌখিক পরীক্ষা দিতে পারবেন বা পরীক্ষকেরা এক কক্ষে, পরীক্ষার্থীরা অন্য কক্ষে বসে পরীক্ষা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁরা বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় (কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ) অনলাইন মাধ্যমে যুক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রশ্নপত্র প্রণয়নের জন্য পরীক্ষকদের অনুরোধ করার কথা জানাবে, সেসব পরীক্ষা দুর্যোগকালীন পরীক্ষা অধ্যাদেশ অনুযায়ী সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রশ্নকর্তাদের প্রশ্ন পাঠানোর অনুরোধ করার দিন থেকে ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু করতে হবে।

এ ছাড়া ৩০ নভেম্বরের পর যেসব পরীক্ষার কার্যক্রম শুরু হবে, সেসব পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আগের নিয়মেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031421184539795