সহকারী মৌলভী পদে সুপারিশপ্রাপ্তদের ফাজিল সনদ চায় এনটিআরসিএ | মাদরাসা নিউজ

সহকারী মৌলভী পদে সুপারিশপ্রাপ্তদের ফাজিল সনদ চায় এনটিআরসিএ

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সহকারী মৌলভী পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদ, ফাজিল ডিগ্রির সনদ ও মার্কশিটের কপি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চূড়ান্ত সুপারিশের আগে যাচাইয়ের জন্য এসব সনদ ও মার্কসিটের কপি চাওয়া হযেছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সনদের কপি এনটিআরস

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সহকারী মৌলভী পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদ, ফাজিল ডিগ্রির সনদ ও মার্কশিটের কপি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চূড়ান্ত সুপারিশের আগে যাচাইয়ের জন্য এসব সনদ ও মার্কসিটের কপি চাওয়া হযেছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সনদের কপি এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে হবে। তথ্যা না পাঠালো প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য মনোনিত করা হবে না বলে জানিয়েছে সংস্থটি।

মঙ্গলবার এনটিআরসিএ থেকে এ বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত সহকারী মৌলভী পদে প্রার্থীদের নিয়োগ যোগ্যতা যাচাইয়ের জন্য নিবন্ধন পরীক্ষার সনদ, ফাজিল ডিগ্রির সনদ ও মার্কশিট যাচাই করা প্রয়োজন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ, ফাজিল ডিগ্রি বা সমমান সনদ, মার্কশিটের সত্যায়িত কপি আগামী ১৮ এপ্রিলের মধ্যে সরকারি এনটিআরসিএ কার্যালয়ে জমা দেয়ার জন্য বলা হলো। পদগুলোতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মুঠোফোন নম্বরে এসএমএস পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। 

জানা গেছে, প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ, ফাজিল ডিগ্রি বা সমমান সনদ, মার্কশিটের সত্যায়িত কপির সঙ্গে নির্ধারিত ছকে তথ্য দিতে হবে। ছকে, প্রার্থীর নাম, মোবাইল নম্বর, রোল, ব্যাচ, প্রাথমিকভাবে নির্বাচিত পদ ও প্রতিষ্ঠানের নাম, নিবন্ধন সনদে উল্লেখিত পদ ও বিষয়, দাখিলকৃত সনদ ও মার্কশিটের বিবরণ মন্তব্যসহ উল্লেখ করে এনটিআরসিএতে জমা দিতে বলা হয়েছে প্রার্থীরা। 

এনটিআরসিএ আরো বলছে, যেসব প্রার্থী সনদ ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি ও তথ্য পাঠাতে ব্যর্থ হবেন তাদের নিয়োগ সুপারিশের জন্য মনোনীত করা হবে না।  

সহকারী মৌলভী পদে সুপারিশপ্রাপ্তদের ফাজিল সনদ চায় এনটিআরসিএ

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।