সহপাঠীকে হত্যার ৩৩ বছর পর গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামে সহপাঠীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার এক আসামিকে ৩৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার বিআরটিসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শাহাবুদ্দিন আনোয়ারা থানার শোলকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

র‌্যাব জানায়, আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের একটি মাদরাসায় পড়ালেখা করতেন সবুর ও মো. শাহাবুদ্দিন। ১৯৯০ খ্রিষ্টাব্দের ২১ মার্চ মাদরাসার সামনেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহাবুদ্দিন তার সহপাঠী মো. সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন সবুর। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সবুরের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন।

ঘটনার পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় শাহাবুদ্দিন। ২০০৭ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই আদালত শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, শাহাবুদ্দিন দীর্ঘ ৩৩ বছর নিজের পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। নাম পাল্টে আবু বক্কর সিদ্দিকী নামধারণ করেন। যার কারণে আসল নামে তাকে কেউ চিনত না। সবশেষ তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের বিআরটিসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন আর নেই - dainik shiksha সাবেক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন আর নেই ন্যূনতম দুই হাজার টাকা করের বিধান বাতিল চায় সিপিডি - dainik shiksha ন্যূনতম দুই হাজার টাকা করের বিধান বাতিল চায় সিপিডি স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়া ৬০ শিক্ষার্থী আটক - dainik shiksha স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়া ৬০ শিক্ষার্থী আটক স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড় এসএসসি পরীক্ষা দেয়ার বদলে ছয় ছাত্রী বিয়ের পিঁড়িতে - dainik shiksha এসএসসি পরীক্ষা দেয়ার বদলে ছয় ছাত্রী বিয়ের পিঁড়িতে লিফট কিনতে পাবিপ্রবির প্রতিনিধি দলের তুরস্কে যাওয়া স্থগিত - dainik shiksha লিফট কিনতে পাবিপ্রবির প্রতিনিধি দলের তুরস্কে যাওয়া স্থগিত সর্বজনীন পেনশন চালু হলে টাকা রাখার জায়গা পাব না : অর্থমন্ত্রী - dainik shiksha সর্বজনীন পেনশন চালু হলে টাকা রাখার জায়গা পাব না : অর্থমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0037040710449219